Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন অহনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৩:৩৪ PM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ফের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী অহনা। ট্রাকচালকের নির্মমতর পর প্রায় দুই মাস বিশ্রামে থাকতে হয়েছে এই অভিনেত্রীকে। সুস্থ হয়ে দুইমাস পর দাঁড়ালেন ক্যামেরার সামনে।

শনিবার (২ মার্চ) আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘লাকি থার্টিন’ শুটিংয়ে অংশ নিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অহনা। 

‘লাকি থার্টিন’ ধারাবাহিকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। এতে মূল চরিত্রে অভিনয় করছেন অহনা।

শুটিংয়ে ফেরার পর অহন বলেন, প্রায় দুইমাস শুটিংয়ে অংশ নিতে পারিনি। এখন সুস্থ অনুভব করায় শুটিংয়ে ফিরলাম। ইতোমধ্যে অনেক নাটকের শিডিউল হেরফের হয়ে আছে। আগে জমে যাওয়া কাজগুলোর শুটিং শেষ করবো। এরপর নতুন নাটকের কাজ। 

অহনা অভিনীত বেশ ক’টি ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। তার মধ্যে রয়েছে  ‘রসের হাঁড়ি’, ‘নোয়াশাল’, ‘ভালোবাসা কারে কয়’, ‘ছায়াবিবি’, ‘সালিশ মানি তাল গাছ আমার’ ও ‘কমেডি-৪২০’। 

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাত চারটার দিকে অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসার উদ্দেশে রওয়ানা হন। উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে।

অহনা রহমান তার নিজের কারের ক্ষতি হয়েছে দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে ইচ্ছাকৃতভাবে আবারও অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক। অহনা ট্রাকের দরজা ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।

কিন্তু ট্রাকচালক অহনাকে ওই অবস্থাতেই ট্রাকে করে টেনে নিয়ে উত্তরার ১২-১৩ মোড়ের দিকে যায়। এক পর্যায়ে জোরে ব্রেক করে অহনাকে ট্রাক থেকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন।

এ সময় ঢাকা মেট্রো ট ১৫-১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক পালিয়ে যায়। শেষ পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিকে আটকানো হয়।

Bootstrap Image Preview