Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘জয় বাংলা- জিতবে আবার নৌকা’ গানের কারিগর তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ PM আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


‘এসেছে এসেছে আমার ইলেকশন/জিতবে নৌকা জিতবে জনগণ/১৬ কোটি মানুষের একটাই ডিসিশন/জিতবে নৌকা নাই কোন টেনশন/জয় বাংলা জিতবে আবার নৌকা/শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন...’ এই একটি গানেই মুখর পারপাশ। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি সারাদেশে জনপ্রিয়তা পেয়েছে।

কিন্তু যে গানটি সারাদেশের ভোটারদের মাঝে তড়িৎ বয়ে দিলো সেই গানটির কারিগর কারা? গানটি কে লিখেছেন? গানে কন্ঠ দিয়েছেন কে? সেটি জানতে অবশ্যই সকলের আগ্রহ রয়েছে।

জানা গেছে, ‘জয় বাংলা- জিতবে আবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। গানটির সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হৃদয় হোসেন। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে গানটি ভালো ভুমিকা রাখছে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘গানটি আমরা নিজেদের ভালো লাগার জায়গা থেকে তৈরি করে ইউটিউবে প্রকাশ করেছিলাম। বাকিটা ইতিহাস। দ্রুতই এটি ছড়িয়ে যায় সর্বত্র। আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতারাও এটিকে শেয়ার দিয়েছেন, ফোনের রিংটোন করে নিয়েছেন। অন্য দলের বন্ধুরাও গানটির প্রশংসা করছেন। এটা সত্যি আনন্দের।’

Bootstrap Image Preview