Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাকিবের রাজ্যে নতুন রাজকুমার সিয়াম

বিডিমর্নিং : সোহেল রানা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্রে চলতি বছরে নায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে এ বছর তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। নতুন মুখ হিসেবে ইন্ডাস্ট্রিতে রাজত্ব কায়েম করে রীতিমত ঝড় তুলেছেন এই অভিনেতা। তবে বরাবরের মতো এবারেও শাকিব খানের হাতেই থেকে গেছে বছরের সেরা সাফল্য। ছবির সংখ্যা ও সাফল্যের গড় হিসেবে তিনিই এগিয়ে আছেন সবার থেকে। আর বাকিরা টিকে ছিলেন এবং সংগ্রাম করেছেন নিজেদের ক্যারিয়ার নিয়ে।

শাকিব খান

প্রায় এক দশকেরও অধিক সময় ধরে ঢাকাই সিনেমায় একক রাজত্ব করে আসছেন শাকিব খান। গেল কয়েক বছর ধরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।

আর এবারেও সেই জনপ্রিয়তা ধরে রাখলেন তিনি। চলতি বছরেও শাকিবের ছবিই বেশি মুক্তি পেয়েছে। আর সেগুলো হলো ‘আমি নেতা হবো’, ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাঙ্কু জামাই’।

এরমধ্যে ‘সুপার হিরো’ ছিল সুপার হিট। তার সাথে সাথে বেশ ভালো ব্যবসা করেছে ‘ক্যাপ্টেন খান’ ছবিটিও। ঢাকাই সিনেমার নবাবকে বেশি সমালোচিত করেছে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘পাঙ্কু জামাই’ ছবি দুটি।

আবার একইভাবে তিনি যৌথ প্রযোজনার সিনেমা ‘নাকাব’ দিয়ে দর্শকদের বেশ হতাশ করেছেন। তবে সাফটায় চুক্তি হওয়া কলকাতার দুই ছবি ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ দিয়ে বেশ বাজিমাত করেছেন। দুটি ছবিই বাংলাদেশে খুব ব্যবসা সফল হয়েছে।

তিনি শুধু সিনেমা দিয়েই নয় ব্যক্তি জীবনের বেশ কিছু ঘটনা দিয়েও এই বছর আলোচনায় ছিলেন শাকিব খান। এছাড়া বছর শেষে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি।

সিয়াম

আগেই বলেছি, ২১০৮ সালের সবচেয়ে বেশি আলোচিত নায়কের নাম সিয়াম আহমেদ। ‘পোড়ামন-২’ সিনেমায় অভিনয় করে বেশ বাজিমাত করেছেন তিনি। বছরের সেরা ব্যবসা সফল ছবি হিসেবে উচ্চারিত হচ্ছে তার ছবিটির নাম।

সিনেমাটি টানা কয়েক সপ্তাহ ধরে সিনেমা হল মাতিয়েছে। বিশেষ করে সিয়াম তার নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করতে পেরেছেন দর্শকদের। আর ছবিটির মধ্য দিয়ে পেয়েছেন অনেক প্রশংসা।  

আবার এই বছরেই তার অভিনীত দ্বিতীয় ছবি ‘দহন’ ও মুক্তি পায়। আগের মতো এই সিনেমাতেও বেশ প্রশংশিত হন সিয়াম।

তবে সারা বছর সিয়াম নিজের অভিনয় দিয়ে আলোচনায় থাকলেও বছরের শেষে এসে নতুন করে আলোচিত হয়েছেন প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করে। তিনি গত ১৬ ডিসেম্বর বিয়ে করেন। 

চঞ্চল চৌধুরী

অভিনয় জগতে যেন এক আস্থার নাম হয়ে দাঁড়িয়েছেন চঞ্চল চৌধুরী। যে কোনো ব্যতিক্রমধর্মী চরিত্র মানেই শুধু তিনি। গত ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে বেশ চমক দেখিয়েছিলেন চঞ্চল।

আবার চলতি বছরেই হুমায়ূন আহমেদ এর উপন্যাস অবলম্বনে নির্মিত জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করেও আবার আলোচিত হয়েছেন।  এই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের করেছেন বেশ মুগ্ধ এবং অংশীদার হয়েছেন ব্যবসা সফল সিনেমার।

সাইমন

চলতি বছরের আলোচিত দুই সিনেমা ‘জান্নাত’ ও ‘মাতাল’ ছবির নায়ক হিসেবে ছিলেন অভিনেতা সাইমন। ঈদুল আজহায় তার ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায়। আর এই ছবিটির মধ্য দিয়ে ‘পোড়ামন’ ছবির সেই জুটি সাইমন-মাহিকে অনেকদিন পর আবারও একসঙ্গে দেখতে পায় দর্শক। ছবিটিতে অভিনয় করে বেশ প্রশংসিতও হয়েছেন তিনি।

পরবর্তীতে সাইমন শাহীন সুমনের ‘মাতাল’ ছবিতে ভিন্ন লুকে হাজির হন দর্শকদের মাঝে। এই সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অধরা খান।

বাপ্পী

চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছিল বাপ্পি-মাহী অভিনীত রোমান্টিক সিনেমা ‘পলকে পলকে তোমাকে চাই’। ছবিটির পরিচালনা করেছিলেন শাহনেওয়াজ শানু। সিনেমাটি বেশ নিরবে আড়ালে প্রচারণার বাইরে থেকেও বেশ ব্যবসা সফল হয়।

এরপর চলতি বছরে বাপ্পির আরও দুটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘নায়ক’ ও ‘আসমানি’। তবে ‘আসমানি’ ছবিটিতে তেমনভাবে আলোচনায় না আসলেও ‘নায়ক’ ছবিটি তাকে বছর শেষে বেশ সন্তুষ্টি দিয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অধরা খান।

আরিফিন শুভ

‘ঢাকা অ্যাটাক’খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তবে এই বছর মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ভালো থেক’ সিনেমাটি। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল।

এটি ছিল আরিফিন শুভ’র অভিনীত তৃতীয় সিনেমা। এতে শুভ’র নায়িকা হিসেবে ছিলেন তানহা তাসনিয়া। বছরের শুরুতে বেশ আলোচনায় এসেছিল সিনেমাটি। কিন্তু ব্যবসার বাজারে ততটা সাফল্য নিয়ে আসতে পারেনি।

এই বছরেই মুক্তি পায় শুভ অভিনীত আরও একটি ছবি ‘একটি সিনেমার গল্প’। এটি পরিচালনা করেন চিত্রনায়ক আলমগীর। ছবিটিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ আরও অনেকে। যদিও সিনেমাটি ছিল তারকাবহুল কিন্তু ব্যবসায়িকভাবে সাফল্য নিয়ে আসতে পারেননি। তবে শুভ তার অভিনয়ের মধ্য দিয়ে পেয়েছেন বেশ প্রশংসা।

তবে এর বাইরে চিত্রনায়ক ফেরদৌসের ‘মেঘকন্যা’ ও ‘পোস্ট মাস্টার ৭১’ ছবি দুটি মুক্তি পেয়েছে। কিন্তু সেগুলো মুখ থুবড়ে পড়েছে প্রেক্ষাগৃহে।

তবে ছবি আসেনি চিত্রনায়ক ইমন, নিরব, কায়েস আরজু ও জায়েদ খানের।

 

Bootstrap Image Preview