Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘কখন বাড়ি ফিরছি প্রতিদিন ফোনে খোঁজ নেয় দীপিকা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং গত নভেম্বরে সাত পাঁকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোনের সাথে। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তার 'সিম্বা' ছবিটি। বর্তমানে ছবির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে তার আরেকটি সিনেমা ‘গাল্লি বয়’। তাছাড়া তার হাতে রয়েছে বড় বাজেটের আরও দুটি ছবি। সম্প্রতি তিনি চলচ্চিত্রে নিজের ব্যস্ততা ও বিয়ের পরের জীবন নিয়ে কথা বললেন।

বিয়ের বিষয়ে রণবীর বলেন, ‘সকলে বলছে, চেহারার জৌলুস বেড়ে গিয়েছে (লজ্জা পেয়ে)! দীপিকা আমার খুব খেয়াল রাখছে। আর কী বলি? বিয়েটা আমার আর দীপিকার জীবনের স্বর্ণ অধ্যায় হয়ে থাকবে। আর হ্যাঁ, একটা খুব মিষ্টি পরিবর্তন এসেছে। আমি কাজে বেরোলে ও ফোন করে জিজ্ঞেস করে, কখন বাড়ি ফিরছি। সেটা শুনলে মনটা আনন্দে ভরে ওঠে। বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করছি। তরুণ প্রজন্মকে আমি বলব অবশ্যই বিয়ে করতে।’

সঞ্জয় লীলা বানশালির ছবি 'রাম-লীলা'র সেটে রণবীর-দীপিকার প্রেম শুরু হয় । এরপর তারা একসঙ্গে ব্যবসাসফল ছবি 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত'তে অভিনয় করেছেন। বিয়ের পর একসঙ্গে তাদের দেখা যাবে কী না জানতে চাইলে রণবীর বলেন, ‘দীপিকাকে সহশিল্পী হিসেবে খুব পছন্দ করি। অনেক ভক্তও আমাদের একসঙ্গে দেখতে চান। আমরা দু’জনেই আলাদা আলাদা শিল্পী। ভাল গল্পের প্রস্তাব এলে নিশ্চয়ই করব। আমি আর দীপিকা একসঙ্গে খুব দামি।’

হনিমুনের পরিকল্পনা নিয়ে রণবীর বলেন, ‘এই মুহূর্তে ‘সিম্বা’র প্রচার করছি বলে হাতে একদম সময় নেই। তবে প্রত্যেক বছর দীপিকার জন্মদিনে (৫ জানুয়ারি) আমি ছুটি নিই।

তিনি আরও বলেন, ‘এখন থেকে আমার প্রতিটা চিত্রনাট্য পর্যালোচনার সময় দীপিকাকে নিয়ে বসব বলে ঠিক করেছি। এ বিষয়ে দীপিকার ধারণা অসাধারণ। আমার মা-বাবা খুব সাধারণ মানুষ এবং তারা আমার জন্য গর্ববোধ করেন। এখন চাই, আমার স্ত্রীও আমাকে নিয়ে গর্ববোধ করুক। আমার শ্বশুর-শাশুড়িও যেন আমার জন্য গর্ববোধ করেন।’

 

Bootstrap Image Preview