Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবার কলকাতার মঞ্চে পারফর্ম করবে ‘চিরকুট’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৬ PM আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৬ PM

bdmorning Image Preview


দুই বাংলার জনপ্রিয় সকল শিল্পীদের নিয়ে কলকাতার নজরুল মঞ্চে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ‘বাংলা উৎসব-২০১৯’। উৎসবটি ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। আর এই উৎসবের দ্বিতীয় দিন (৫ জানুয়ারি) রাত ৮টায় নিজেদের পরিবেশনা শুরু করবে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এই দলতি ভারতের বিভিন্ন প্রদেশে গান করলেও এবারই প্রথম কলকাতার মঞ্চে উঠবেন।

এ প্রসঙ্গে চিরকুট ভোকালপ্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমরা ৪ ডিসেম্বর সকালে কলকাতার উদ্দেশে রওনা দেবো। এ আয়োজনে আমাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবো। বরাবরের মত ভালো একটি পরিবেশনা উপহার দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

এ আয়োজনে বাংলাদেশ থেকে আরও গান করবেন- বাপ্পা মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও কয়েকজন শিল্পী এবং কলকাতা থেকে- ব্যান্ডদল চন্দ্রবিন্দু, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র’সহ আরও কয়েকজন খ্যাতনামা শিল্পীরা।

এর আগে চিরকুট ভারতের- দিল্লিতে (২০১২),রাষ্ট্রপতি ভবনে (২০১৪), ব্যাঙ্গালুরু (২০১৪)। এছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট এবং আগরতলাতে কনসার্ট করেছে।

এই উৎসবটি আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বেঙ্গল ফাউন্ডেশন, নাথিং বিয়ন সিনেমা এবং বেঙ্গল চেম্বার্স অব কমার্স কলকাতা।

 

Bootstrap Image Preview