Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুমায়ূনের ‘দখিন হাওয়া’র কালো ধোঁয়ার কারণে শ্বাস নেওয়া যাচ্ছিল না: শাওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২০, ০৪:১৬ PM আপডেট: ০৩ মে ২০২০, ০৪:১৬ PM

bdmorning Image Preview


কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডির ‘দখিন হাওয়া’ বাসভবনে আগুন লেগেছে। আগুন লাগার বিষয়ে  অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, রবিবার আনুমানিক সকাল ৮টা বা সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর নিচে নামার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার কারণে নামতে পারিনি। এতটাই কালো ধোঁয়া ছিল যে শ্বাস নেওয়া যাচ্ছিল না। আর এ কারণেই সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছিলাম না। তারপর আমরা দুটি পরিবার ছাদে চলে যাই।

পরিচালক ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন নগরীর ধানমন্ডিতে দখিন হাওয়া নামে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। ভবনটির তৃতীয়তলায় আজ সকালে অগ্নিকাণ্ড ঘটেছিল। শাওন তার সন্তানদের নিয়ে ছয়তলায় থাকেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এখন ভবনের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন শাওন।

তিনি আরো বলেন, আগুনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। শুধু যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা সবাই ভালো আছি, নিরাপদে আছি।

Bootstrap Image Preview