Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

করোনায় কেমন আছেন জেমস?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৭:০০ AM আপডেট: ২১ এপ্রিল ২০২০, ০৭:০০ AM

bdmorning Image Preview


প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ভাইরাস প্রতিরোধে এখনও কোনো প্রতিষেধক তৈরি হয়নি। ফলে বীরের জাতিকে এবার ঘরে বসে থেকে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস।

‘নগরবাউল’ ফেইসবুক পেজে তিনি লিখেন, বাঙালি চাইলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যেতে পারে যেকোনো শক্তির বিরুদ্ধে, তার প্রমাণ আমরা ৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!

জেমস নিজেও ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ফটোগ্রাফি, গিটারের সঙ্গেই সময় কাটছে তার। চলতি মাসের শুরুতে ইউরোপে টানা কনসার্টের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে।

মহামারি রুপ নেয়া এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। 

Bootstrap Image Preview