Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২০ | ১৬ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মজা করতে গিয়ে মুখে হারমোনিয়াম আটকে বিপাকে টিকটক স্টার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৪:১৩ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৪:৩২ PM

bdmorning Image Preview


কানাডার টিকটক স্টার তিনি। নিজের ছোট ভাইকে মজা দিতে অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন। তার জেরে এমন বেকায়দায় পড়েছিলেন যে শেষমেশ তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

ভাইকে আনন্দ দিতে গিয়ে যে এমন বিপাকে পড়বেন আর পরিণত হবে বিপর্যয় ভুলেও ভাবেননি তিনি। হারমোনিয়াম মুখের ভিতরে দেয়ার পর পরই আটকে যায়। কিছুতেই তা মুখ থেকে বের করতে পারছিলেন না তিনি। সেই অবস্থাতেই সাহায্য চেয়ে টিকটকে ভিডিও করেন তিনি। সেই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৭০ লাখেরও বেশি ব্যবহারকারী।

মুখে হারমোনিয়াম আটকানো অবস্থায় মল্লিকে হাসপাতালে নিয়ে যান তার মা। সেখানে ডেনটিস্ট তার মুখ থেকে সেটি বের করেন। এরপর তাকে এই ধরনের কাজ করতে নিষেধ করেন চিকিৎসক। 

Bootstrap Image Preview