Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রথম দিনেই আয় ৬ কোটি, জিতে গেলেন দীপিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ১২:০৮ PM আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ১২:০৮ PM

bdmorning Image Preview


এসিড আক্রমণ থেকে ঘুরে দাঁড়ানো সাহসী লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে নির্মিত মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিটি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। বয়কট ফতোয়া উপেক্ষা করেই দেশের জনতা থেকে শুরু করে রাজনৈতিক মহলও ভিড় জমাচ্ছে 'ছপাক' দেখতে। সেই ভিড়ের হাত ধরেই দেশে প্রথম দিনেই 'ছপাক' ব্যবসা করে ফেলেছে ৬ কোটি। ধারণা করা হচ্ছে ১০০ কোটির ক্লাবেও ঢুকে যেতে পারে এই সিনেমা।

দিপীকা পাড়ুকোন এই প্রথম অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছেন। দীপিকা প্রযোজিত প্রথম এই সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। এখন দেখার অপেক্ষা প্রযোজক দীপিকা কতটা সফল হতে পারেন।

প্রথম দিকে এই সিনেমা ঘিরে সে রকম কোনও ঝড় ওঠেনি। কিন্তু দিপীকা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানাতে তাঁদের মাঝে চলে যেতেই তিনি গেরুয়া শিবিরের রোষানলে পড়ে যান। কার্যত 'ছপাক' বয়কটের ডাক দেওয়া হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু সেই বয়কটের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের অ-বিজেপি দলগুলো। কংগ্রেস তো মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণাও করে দিয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহেই 'ছপাক' তৈরির টাকা ঘরে তুলে ফেলবেন দিপীকা। তারপর যেটা থাকবে সেটাই লাভ। তাই সিনেমা হিট হওয়া নিয়ে কেউ ভাবছে না। সকলে এটাই দেখতে চাইছে, দিপীকার এই সিনেমা ২০২০ সালের ১০০ কোটি সিনেমার তালিকায় ঢুকে কিনা। যদিও বক্স অফিস পণ্ডিতদের অভিমত ১০০ কোটির ক্লাবে 'ছপাক' কে ঢুকতে হলে প্রথম উইকএন্ডেই অন্তত ৩০ কোটির ব্যবসা করতে হবে।

Bootstrap Image Preview