Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২০ | ১৬ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাবা হচ্ছেন জাস্টিন বিবার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৫:২৮ PM আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৫:২৮ PM

bdmorning Image Preview


কানাডিয়ান তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি ব্যাল্ডউইন ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে করেন। গত বছরের অক্টোবরে দক্ষিণ ক্যারোলিনার সামারসেট চ্যাপেলে পরিবার ও বন্ধুদের নিয়ে দ্বিতীয় বিয়ের পর্ব সারেন এই জুটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন বিবার। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ কিছু শিশুর ছবি পোস্ট করেছেন বিবার। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ইয়ামি। শেষ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বেবি ফেভার’। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, বাবা হতে চলেছেন বিবার।

তবে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হেইলি ব্যাল্ডউইন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ইন্টারনেট খুবই মজার একটি জায়গা। না, আমি অন্তঃসত্ত্বা নই। আমি শুধু খাবার খেতে ভালোবাসি।

এবারই প্রথম নয়, এর আগেও একবার বিবারের বাবা হওয়ার গুজব ছড়িয়েছিলো। তখনও বিবার তার স্ত্রী হেইলি ব্যাল্ডউইনের একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় উন্মুক্ত পেটে হাত দিয়ে আছেন হেইলি ব্যাল্ডউইন। পাশে তার সেবায় ব্যস্ত আছেন দুজন চিকিৎসক। ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।

অনেকেই ভেবে নিয়েছিলেন হেইলি সত্যিই সন্তান সম্ভবা। পরবর্তীতে হেইলি সেই পোস্টের বিপরীতে লেখেন, হাস্যকর, মজা শেষ হয়েছে? হেইলির এই কমেন্টের পর কারও বুঝতে বাকি ছিল না যে, এটা নিছক মজা ছিল। জাস্টিন বিবার সবাইকে বোকা বানিয়েছেন।

Bootstrap Image Preview