Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মে ২০২০ | ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

খুনের রহস্যভেদে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন পরমব্রত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:২৫ PM আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:২৫ PM

bdmorning Image Preview


কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ১৬ বছরের পুরনো খুনের রহস্যভেদের মিশনে নেমেছেন তিনি।

সিনেমার নাম ‘শকুনের লোভ’। এতে ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে ছবির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পরমব্রত তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে এক পুলিশকর্তার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ‘রিপোর্টার’ পরমব্রত। তার নিচে একটি পত্রিকার পাতা। সেখানে শিরোনাম ‘পারসি মহিলা খুনের মামলা’।

এই পোস্টারের ক্যাপশনেও তেমনই ইঙ্গিত দিযেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ছবিটি এক ক্রাইম রিপোর্টারের গল্প নিয়ে নির্মিত। যে ১৬ বছরের পুরনো খুনের রহস্যভেদের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সে কি সফল হতে পারবে? রহস্যভেদই বা হবে কি করে? এই নিয়েই ছবিটি এগিয়ে যাবে।

সাংবাদিক সুরবেক বিশ্বাসের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন অনিন্দ্য বিকাশ দত্ত। পরমব্রত ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে আরো হাজির হবেন জয় সেনগুপ্ত ও তুহিনা দাস। সককিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview