Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাকিব খানের দেহরক্ষীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:২৩ PM আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:২৩ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ আর নেই। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে। সেখানে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা থেকে হারুনের মরদেহ কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে।

শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন। সবসময় তিনি এই নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। এমন একজন ছায়াসঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করে শাকিব খান বলেন, ‘হারুন ছিল নিবেদিত প্রাণ। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। সে আমার পরিবারের একজন সদস্যের মতোই ছিল। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্য ভীষণ কষ্টের। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।‘

তবে দেহরক্ষী মারা গেলেও পূর্ব নির্ধারিত শিডিউল থাকার কারণে শুটিং বাতিল করতে পারেননি শাকিব খান। যে কারণে শাকিব এফডিসিতে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তবে তার পক্ষ থেকে মরদেহের সঙ্গে কেউ গিয়েছেন কিনা তা জানা যায়নি।

Bootstrap Image Preview