Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মে ২০২০ | ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সারে আক্রান্ত কাজলের মৃত্যু সহ্য করতে পারেনি মেয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৪ PM আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী কাজল তার অভিনয়গুণে দর্শকমহলে শক্ত অবস্থান গড়েছেন। তার অভিনয় এতটাই সাবলীল ও বাস্তব যেটি খুব সহজে সকলের মনে নাড়া দেয়। কাজলের মেয়ের মনেও সেই অনুভূতি জেগেছিলো। তাইতো পর্দায় মায়ের মৃত্যু দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে নাইশা।

কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে সেই কথাই জানালেন কাজল। তিনি বলেন, ‘নাইশাকে নিয়ে আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি দেখতে গিয়েছিলাম। সেটি দেখে আচমকাই কাঁদতে শুরু করলো সে। সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাই আমি। পর্দায় মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেনি নাইশা। ফলে সিনেমা দেখার মাঝেই কাঁদতে শুরু করে।‘

প্রসঙ্গত, বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের সংসারে রয়েছে দুই মেয়ে নিশা ও নাইশা। বাস্তব জীবনে তারা বেশ সুখের নিবাস গড়েছেন।

Bootstrap Image Preview