Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫ ক্যাটাগরিতে দেওয়া হবে হোয়াটসঅন অ্যাওয়ার্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM

bdmorning Image Preview


তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী ও কলাকৌশলীদের স্বীকৃতি প্রদান ও নতুন বছর উদযাপন উপলক্ষে হোয়াটসঅন বাৎসরিক অ্যাওয়ার্ড পার্টির নানা আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে হোয়াটসঅন গাইড এর ব্যাবস্হাপনা পরিচালক স্যাম আলিম লন্ডন হতে এবং পরিচালক সেটসু আদা চি জাপান হতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের নামকরা অভিনেত্রী শম্পা রেজা।

এছাড়াও অংশগ্রহন করবেন শিল্পী সামিনা চৌধুরী, জেফার, বাংলা ফাইভ ব্যান্ডসহ আরো অনেকে। বেষ্ট আইকন, বেস্টব্যান্ড, বেস্টসিঙ্গার, বেস্টরাইসিংস্টার, ভিডিও প্রোডিউসার, রাইটার এয়ারলাইনস, অ্যাডএজেন্সি, বিউটিস্যালুন, ফ্যাশনহাউস, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সিসহ ১৫টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অ্যাওয়ার্ড পার্টির অনুষ্ঠান কমিটির সহযোগী পার্টনারসহ যারা উক্ত অনুষ্ঠানটি সফল করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও সকলের অংশগ্রহণ কামনা করেছেন হোয়াটসঅনের ব্যাবস্হাপনা পরিচালক স্যাম আলিম।

ব্যাবস্হাপনা পরিচালক স্যাম আলিম বলেছেন, ‘হোয়াটসঅন হচ্ছে তরুণ ও মেধাবীশিল্পীদের জন্য একটি অনবদ্য প্লাটফর্ম। আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের মেধা ও মননশীলতা কেতুলেধরাই আমাদের উদ্দেশ্য।‘

পরিচালক সেট সু আদা চি বলেন, আমরা শিল্পী ও বিভিন্ন সংস্কৃতির মানুষদের মধ্যে সহযোগীতা মূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকি।

Bootstrap Image Preview