Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, জুলাই ২০২০ | ২৩ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

আরবাজ-মালাইকার ছেলে আরহানের প্রেমের গুঞ্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:২৬ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মডেল অভিনেত্রী ওয়ালুসা ডিসুজার মেয়ের সঙ্গে ডেট করছে আরবাজ খান ও মালাইকা অরোরার ছেলে আরহান খান? সম্প্রতি এমন খবরই শোনা যাচ্ছে।

বলিউড শাদির খবর অনুয়ায়ী, আরহান নাকি বর্তমানে ওয়ালুসা ডিসুজা এবং মার্ক রবিনসনের মেয়ে চ্যানেল রবিনসনের সঙ্গে ডেট করছে। আরহানের জন্মদিনের পার্টিতেও নাকি হাজির হয় চ্যানেল।

শুধু তাই নয়, মুম্বাইয়ের বেশ কয়েকটি রেস্তোরাঁয় মাঝে মধ্যেই বান্ধবীর সঙ্গে দেখা যায় আরহান খানকে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ খান বা মালাইকা অরোরার কেউই।

বি টাউনের খবর, আরহানের জন্মদিনের পার্টিতে অর্জুন এবং মালাইকার হাজিরাতেই নাকি বান্ধবীকে নিয়ে হাজির হন আরহান।

সম্প্রতি আরহানের ১৭ বছরের জন্মদিন পালন করেন মালাইকা অরোরা। যেখানে আরহানের ছোটবেলার ছবি শেয়ার করেন বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল।

অন্যদিকে, আরবাজ খান সম্প্রতি আরহানের দায়িত্ব নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ১৮ বছরে পড়লে আরহান নিজেই ঠিক করবে, বাবা না মায়ের সঙ্গে থাকবে। অর্থাৎ মালাইকার সঙ্গে বিচ্ছেদের সময় আরহানের বয়স কম থাকায়, তাকে মায়ের কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৮ বছরে পড়লে আরহান কার কাছে থাকবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন সালমান খানের ভাই আরবাজ খান।

 

Bootstrap Image Preview