Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা রণবীর-আলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০১:৩৫ PM আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের বিকেসি জিও গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে বলিউডের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের ৬৪তম আসর। এবারের ফিল্মফেয়ার কারা ঘরে তুলে নিয়েছেন তা না জানা গেলেও এর নমিনেশনের তালিকা প্রকাশ হয়ে গেছে।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নায়কের পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘সঞ্জু’ ছবির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আর ‘রাজি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

জনপ্রিয় বিভাগে ‘সঞ্জু’ ও ‘রাজি’ ছবি দুটির জন্য এ পুরস্কার পেয়েছেন তারা। এর আগে ‘রকস্টার’ ও ‘বরফি’ ছবি দুটির জন্য ফিল্মফেয়ার পেয়েছিলেন রণবীর। আর আলিয়ার এটি দ্বিতীয় ফিল্মফেয়ার। প্রথমটি পেয়েছিলেন 'উড়তা পাঞ্জাব' ছবির জন্য।

এ বছর সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং (পদ্মাবত) ও আয়ুষ্মান খুরানা (আন্ধাদুন) এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নীনা গুপ্তা (বাধাই হো)

অন্যান্য বিভাগে যারা জিতেছেন:

সেরা পরিচালক: মেঘনা গুলজার (রাজি)
সেরা ছবি (জনপ্রিয়): রাজি
সমালোচকের দৃষ্টিতে সেরা ছবি: আন্ধাধুন
সেরা সহঅভিনেতা (পুরুষ): ভিকি কৌশল (সঞ্জু) ও গজরাজ রাও (বাধাই হো)
সেরা সহঅভিনেতা (নারী): সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা অভিষেক (নারী): সারা আলী খান (কেদারনাথ)
সেরা অভিষেক (পুরুষ): ঈশান খাত্তার (বিয়য়েন্ড দ্য ক্লাউডস)
সেরা কস্টিউম: শীতল শর্মা (মান্টো)
সেরা ভিএফএক্স: রেড চিলিস (জিরো)
সেরা আবহসঙ্গীত: ড্যানিয়েল জর্জ (আন্ধাধুন)
সেরা প্লেব্যাক গায়ক (নারী): শ্রেয়া ঘোষাল (ঘুমর)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) : অরিজিত সিং (এ ওয়াতান)
সেরা লিরিকস: গুলজার (এ ওয়াতান)
সেরা সঙ্গীত: সঞ্জয় লীলা বানশালি (পদ্মাবত)
সেরা সিনেমাটোগ্রাফি: পঙ্কজ কুমার
সেরা নবাগত পরিচালক: অমর কৌশিক (স্ত্রী)
সেরা মৌলিক গল্প: অনুভব সিনহা (মুল্ক)
সেরা অ্যাকশন: বিক্রয় দাহিয়া ও সুনীল রদ্রিগুয়েজ (মুক্কাবাজ)

Bootstrap Image Preview