Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিজেকে ‘ভয়ানক বউ’ দাবি করলেন প্রিয়াঙ্কা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:৩২ PM আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বলিউড জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের বিয়ের বয়স মাত্র সাড়ে তিন মাস। এই জুটির বৈশ্বিক রোমান্সে মুগ্ধ অনুরাগীরা। ভক্তকুলে তাদের বিবাহিত জীবনের খুঁটিনাটি নিয়ে জানার আগ্রহ অনুরাগীদের। আর এ যুগল সেসব প্রকাশে কুণ্ঠাবোধ করেন না।

সম্পতি মুক্তি পায় নিক জোনাস এবং তার দুই ভাই কেভিন ও জো জোনাসের গান ‘সাকার’। প্রায় ছয় বছর পর তাদের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ একসঙ্গে কাজ করল। সেই গানের ভিডিওতে তিন ভাইয়ের সঙ্গে তাদের জীবনের প্রিয়তমারাও ছিলেন।

কয়েকদিন আগে একটি চ্যাট শোতে অতিথি হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই বিবাহিত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি।

নিজেকে ‘ভয়ানক বউ’ অভিধা দিয়ে ওই শোতে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কীভাবে রান্নাবান্না করতে হয়, তা জানেন না তিনি। নিক বনেদি দক্ষিণী পরিবারের, ওর মা রান্নাবান্না করে। আমি ঠিক তেমনটা নই। ওই দিক থেকে দেখলে, আমি ভয়ানক স্ত্রী,।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি কেবল ‘ডিম ও টোস্ট’ বানাতে জানেন।

রান্না করতে না পারলেও এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই স্বামী নিক জোনাসের। রান্না না জানাটাই তার কাছে ‘চমৎকার’। যখন বলেছিলাম, আমি রাঁধতে পারি না, ও উত্তর দিয়েছিল, ‘ঠিক আছে বেবি, আমিও পারি না।

গত মাসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’, সম্প্রতি নেটফ্লিক্সে এটির বিশ্বব্যাপী প্রিমিয়ার হয়েছে। ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর এটি তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা।

প্রসঙ্গত, ১ ও ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাদের রাজকীয় বিয়ে। হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতেই হয় তাদের বিয়ে। বিবাহপূর্ব কয়েকটি অনুষ্ঠান ও বিবাহোত্তর কয়েকটি অভ্যর্থনা আয়োজন করেন এ যুগল। বিয়ের পর ভারতে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন প্রিয়াঙ্কার বর। সামাজিক মাধ্যমে বাড়তে থাকে ভক্তসংখ্যা।

কিছুদিন আগে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির একাংশের শুটিং শিডিউল শেষ করেন প্রিয়াঙ্কা, আন্দামান দ্বীপপুঞ্জে শুটিং হয়। এ ছবিতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সরাফ।

Bootstrap Image Preview