Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবার মৃত্যুদিনে শপথ নিলেন সুবর্ণা মুস্তাফা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন খ্যাতনামা অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। গেলো বুধবার (২০ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন তিনি। কাকতালীয়ভাবে সেদিন ছিলো তার বাবা অভিনেতা-আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকী।

শপথ নিয়ে সুবর্ণা মুস্তাফা সাংবাদিকদের বলেন, ‘ফেব্রুয়ারি মাস আমার জন্য ডিপ্রেসিং ছিল। বাবার মৃত্যু হয়েছিল এই মাসে। ১৬ বছর পর ফেব্রুয়ারিতে বাবার মৃত্যুদিনে শপথ নিলাম।’

সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে গুণী এই অভিনেত্রী বলেন, ‘এখনও কাজ কি? সেটা জানি না। যে কাজটি দেওয়া হবে, সেটা আমার শতভাগ দিয়ে করবো। এ ব্যাপারে আমি নিশ্চিত।‘

সুবর্ণা মুস্তাফা বলেন, 'অনেকের মনে হয় সংরক্ষিত বলে এখানে চলে আসাটা সহজ। আসলে তা নয়। মেয়েরা রাজনীতিতে এগোচ্ছে। সংরক্ষিত আসনটি তাদের এক ধরনের সাপোর্ট দেওয়া। এখান থেকে বেরিয়ে অনেকেই সরাসরি নির্বাচন করেছেন। দেখতে চাইলে আমি অর্ধেক গ্লাস ভরা আবার খালি দেখতে পারি।’

Bootstrap Image Preview