Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ভুয়া সংবাদ বন্ধ করুন’ স্ট্যাটাস দিয়ে মুছে ফেললেন সালমান মুক্তাদির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview


দেশের সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপি হেড কোয়ার্টার্সের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা জব্বারের সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপি সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ আজ বিকেল ৪টায় নিজস্ব কার্যালয়ে সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তবে রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সালমান মুক্তাদির। পোস্টে তিনি লিখেছেন, Guys no i'm not arrested. This is frustrating me stop it! Stop sharing fake news!!! Please (আমি আটক হইনি আটকের সংবাদগুলো আমাকে হতাশ করছে। অনুগ্রহ করে এসব সংবাদ শেয়ার করা বন্ধ করুন।)

পোস্টটিতে এক হাজারের বেশি কমেন্ট পড়লেও পোস্টের ৪০ মিনিট পর তা মুছে দেয়া হয়েছে।

এদিকে রাত সোয়া ১০টা পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ কিংবা ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এরপর এ বিষয়ে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।’

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি অশ্লিলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার কমতে থাকে।

অনেকে নিজেই সালমান মুক্তাদিরের চ্যানেল আনসাবস্ক্রাইব করেছেন, অন্যকে আনসাবস্ক্রাইব করতে উৎসাহ দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি থেকে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে। এক সপ্তাহেই ইউটিউবের প্রায় দেড় লক্ষ ফলোয়ার হারিয়েছেন সালমান।

উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি লাইভে এসে ক্ষমাও চেয়েছেন।

Bootstrap Image Preview