Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিনেমায় অশ্লীলতার জন্য নায়িকার কেন দোষ হবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয় শিল্পীরা। সিনেমার প্রযোজক, পরিচালক যেভাবে যে চরিত্রে যে পোশাকে শিল্পীদের অভিনয় করতে বলেন,শিল্পীরা তাই করে থাকেন। শিল্পীরা পুতুল মাত্র। সেখানে নায়িকার কেন দোষ হবে? আমি যদি অশ্লীল ছবির নায়িকা হয়ে থাকি তা হলে অশ্লীল ছবির প্রযোজক ও পরিচালক কারা?’ এমন মন্তব্য করেছেন এক সময়ের আলোচিত এই নায়িকা পলি।

 বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার অভিযোগ যে কয়েক জন নায়িকার বিরুদ্ধে তাদের প্রথম সারিতে ছিলেন পলি। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় পলির। পলিকে  বেশিরভাগ  দর্শক অশ্লীল ছবির নায়িকা হিসেবে এখনো চিনে। কিন্তু পলি বললেন অন্যকথা।

পলি বলেন, ‘আমি যখন কাজ শুরু করেছি  তখন  আমি  অনেক ছোট  ছিলাম। অনেক কিছু বোঝার বয়স আমার ছিল না। সবাই আমার  সৌন্দর্যের প্রশংসা  করতেন। ছবির  মূল  ভূমিকায় অভিনয় করেছি বহু চলচ্চিত্রে। তখন যেসব ছবি দর্শক দেখতেন, আমি সেই ছবিতে অভিনয় করেছি।  শুধু আমি কেন, এখনকার সময়ে সম্মানের সাথে কাজ করছেন এমন অনেক নায়িকাই অভিনয় করেছেন অশ্লীল ছবিতে।’

তবে অভিনয়ে ভালো চরিত্র পেলে  আবারও চলচিত্রে ফিরতে চান পলি। এই বিষয়ে তিনি  বলেন, ‘এক সময় আমার ওপর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আবারও যদি আমার ওপর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা  হয়, গল্প যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই  কাজ করব। হঠাৎ করে যেকোনো ছবিতে তো আর আমি কাজ করতে পারি না। ’

অন্যদিকে ছবি প্রযোজনায় আগ্রহ রয়েছে পলির। তিনি বলেন, ‘প্রযোজনা করার ইচ্ছে ছিল। এখনো আছে। সময়ের অপেক্ষায় আছি।  টাকা লগ্নি করে তা ফেরত পাবার পরিবেশ পেলেই ছবি প্রযোজনা করব। শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থেকে চলচ্চিত্রে এসেছিলাম। তখন আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে শিল্পী মনটা তৃপ্ত নয়। গঠন মূলক কিছু চলচ্চিত্র উপহার দিতে পারলে নিজের কাছে ভালো লাগত।’

সিনেমায় এখন নেই তিনি। নেই আলোচনায়ও। তাই গণমাধ্যমের সামনে আসতেও বেশ অনীহা অভিনেত্রীর। এই অনীহা সত্তেও কথা বললেন। জানালেন বর্তমান চলচ্চিত্র শিল্প পিছিয়ে পড়ার নানা কারণ।

নিজে যখন চলচ্চিত্রে কাজ করতেন, তখন চলচ্চিত্রের দূর্দিন নয় সুদিন ছিল বলে দাবি করে পলি বলেন, 'আমি এক মাসে ৩৬ সিনেমায় সাইন করেছিলাম। আমি যখন কাজ করতাম তখন তো বছরে ১১০-১১২টা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেত। আর এখন দেখেন অর্ধশত ছবিও পায়না।'

চলচ্চিত্রের পিছিয়ে পড়ছে কেন এমন প্রশ্নের উত্তরে পলি জানান, 'এখন আমাদের চলচ্চিত্রের শিল্পীরা ভাগাভাগি হয়ে গেছেন। কারও মধ্যে একতা নেই। নায়ক-নায়িকারা সবার সাথে কাজ করতে পারেনা। এখন নায়িকাদের নায়করা বন্দি করে রাখছে। ফলে এখন তো ফ্লেক্সিবল হয়ে কেউ কাজ করতে পারছেনা। এসব বন্ধ হলে আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে। ছবির সংখ্যা বাড়লে ভালো ছবির সংখ্যাও বাড়বে। দর্শকও বাড়বে।'

উল্লেখ্য, পলির অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘এক নাম্বার আসামি’ চলচ্চিত্রটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল। নায়ক মান্না, রুবেল ছাড়াও পলি অভিনয় করেন শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেক জান্ডার বো, মেহেদীসহ অনেকের সাথে।

বর্তমানে রাজধানীর গুলশানে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করছেন পলি। তাঁর চার সন্তান রয়েছে। পলি বলেন, ‘পরিবারের পাশাপাশি নিজের একটা বুটিক হাউজ আছে। সেখানে সময় দিচ্ছি। কিছু সংগঠনের সঙ্গেও জড়িত আমি। সব মিলিয়ে দারুণ ব্যস্ত সময় কাটে আমার।’  

Bootstrap Image Preview