Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছেলের পাশেই শায়িত হলেন মান্নার মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রয়াত চিত্রনায়ক মান্না। ছেলের শোকে কেটেছে ১১ বছর। এবার মা হাসিনা ইসলামও চলে গেলেন পরপারে। গত রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের পর টাঙ্গাইলে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে এই রত্নগর্ভার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত সোমবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর মান্নার কবরের পাশেই দাফন করা হয়েছে হাসিনা ইসলামকে। মান্নার স্ত্রী শেলী জানান, ‘২০ বছর ধরেই মা মান্নার পাশের এই জায়গাটা দেখে রেখেছেন। আগে থেকেই সবাইকে বলে গেছেন, মান্নার পাশেই যেন তাকে দাফন করা হয়।’

১৯৯৭ সালে মারা গেছেন মান্নার বাবা নূরুল ইসলাম তালুকদার। ছোট ছেলে মান্না না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০০৮ সালে। মান্না মারা যাওয়ার এক বছর পরই মারা যান তার ছোট বোন শাম্মি আক্তার। আজ থেকে তিন বছর আগে মারা যান সদ্য প্রয়াত হাসিনা ইসলামের বড় ছেলে প্রিন্স তালুকদার পান্না। স্বামী আর তিন সন্তানকে হারিয়ে একদম একা হয়ে গিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview