Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুটিং না করেই ফিরে গেলেন অঞ্জু ঘোষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


গেলো বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন কিংবদন্তী অভিনেত্রী অঞ্জু ঘোষ। দীর্ঘ ২২ বছর পর এফডিসিতে পা ফেলেছিলেন বাংলাদেশের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’র নায়িকা।

চলতি বছর ফের তিনি দেশে ফেরেন। কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ‘মধু-দা’ শিরোনামের একটি ছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। কিন্তু গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরের ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন অঞ্জু ঘোষ।

তাহলে কি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অঞ্জু ঘোষ? না তেমন কিছু না, চলতি মাসের প্রথম সপ্তাহের পরিবর্তে মধ্য ফেব্রুয়ারির দিকে ছবির শুটিং শুরু হবে- নির্মাতা প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তের কারণে অনেকটা হতাশ হয়েই কলকাতা ফিরে গেলেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে অঞ্জু ঘোষ বলেন, ‘ছবির কাজ শুরু হতে বিলম্ব হবে। তাই ফিরে যেতে বাধ্য হচ্ছি। ছবির শুটিংয়ের দিনক্ষণ ঠিক হলে আবার ফিরব।’

তিনি আরো বলেন, ‘এতদিন এখানে বসে থেকে কি করব? কলকাতায় আমার অনেক কাজ আছে। এই সময়টায় সেগুলো সেরে আসতে চাই।’

এ বিষয়ে ছবির পরিচালক সাঈদুর রহমান সাঈদ বলেন, ‘ছবির পাণ্ডুলিপি তৈরির কাজ এখনও শেষ হয়নি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে শুটিং শুরু হবে। যেহেতু ছবির নির্মাণ কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে, তাই আমরা পরামর্শ করেই ঠিক করেছি এই সময়টাতে তিনি কলকাতায় তার হাতে থাকা কিছু কাজ সেরে আসলে ভালো হয়। পরে রিলাক্স মুডে এখানে কাজ করতে পারবেন। তাই তিনি কলকাতা ফিরে গেছেন।’

Bootstrap Image Preview