Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজ্জাকের নামে মেট্রোরেল স্টেশন চান শাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:১৪ AM আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ নায়করাজ রাজ্জাক। সকলকে ফাঁকি দিয়ে আকাশের ওপারে বাসা বেঁধেছেন তিনি। তবু বাংলার কোটি প্রাণে আজও  বেঁচে আছেন তিনি। তার মতো নায়ক হয়তো বাংলায় আর খুঁজে পাওয়া যাবে না।

২০১৭ সালের ২১ আগস্ট রাজ্জাকের এভাবে চলে যাওয়ার ঘটনা কেবল তাঁর পরিবারকেই কাঁদায়নি, কাঁদিয়েছে পুরো বাংলাকে। তাঁর মতো এমন অভিভাবকও আর হয়তো পাবে না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ। আর তাই প্রয়াত এই কিংবদন্তীর নামে একটি মাইলফলক চান বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দেশের চলচ্চিত্রের এত বড় একজন ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুর দেড় বছর হতে চলল। তাঁর অবদান স্মরণীয় করে রাখতে সরকারিভাবে কোনো উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না। বরেণ্য এই চলচ্চিত্র ব্যক্তির নামে রাজধানীর কোনো একটি সড়কের নামকরণ করা উচিত। এফডিসির সামনে মেট্রো রেলের যে স্টেশন হবে, এই স্টেশনের নাম নায়করাজ রাজ্জাকের নামে হোক, এটা আমরা চাই।’

তিনি আরো বলেন, ‘একটা সময় আমাদের এখানে ভিনদেশি সিনেমার প্রভাব ছিল। তখন রাজ্জাক সাহেবের আবির্ভাব হয়। নায়করাজ রাজ্জাক তাঁর অভিনয় দিয়ে দর্শকদের বাংলাদেশের সিনেমামুখী করেছেন। শুধু অভিনয় দক্ষতায় সব ধরনের মানুষের প্রিয় নায়ক হয়ে ওঠেন তিনি। সবার মনে আজও তিনি বেঁচে আছেন। এই কিংবদন্তিকে তাঁর সৃষ্টির জন্য মানুষ মনে রাখবে। পাশাপাশি সরকারিভাবেও কিছু উদ্যোগ নেওয়া দরকার। সেই ভাবনা থেকে আমি সরকারকে অনুরোধ করব, নির্মিতব্য মেট্রো রেলের যে স্টেশনগুলো হবে, তার মধ্য থেকে নায়করাজ রাজ্জাকের নামে একটি স্টেশনের নামকরণ করা হোক।’

ওপার বাংলার উদাহরণ টেনে শাকিব বলেন, ‘টালিগঞ্জে উত্তম কুমারের বড় ছবিসহ লেখা রয়েছে ‘উত্তম কুমার মেট্রো স্টেশন’। আমাদের দেশে এখন মেট্রো রেল নির্মিত হচ্ছে। এখানেও নায়করাজ রাজ্জাকের নামে একটি মেট্রোরেল স্টেশনের নামকরণ করা উচিত। সেই স্টেশনে নায়করাজ রাজ্জাকের জীবনের সংক্ষিপ্ত বিবরণ থাকলে আরও ভালো হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়ার পথে তাঁর সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মের কাছেও নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা গর্ব করতে পারি এই ভেবে যে, আমাদের একজন নায়করাজ রাজ্জাক ছিলেন। চলচ্চিত্র শিল্পের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করে গেছেন। স্বাধীনতা পদক, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মান পেয়েছেন তিনি। নায়করাজ রাজ্জাককে তাঁর প্রাপ্য সম্মান সরকারকে দেওয়া উচিত। শুধু মেট্রোরেল স্টেশন কিংবা সড়ক নয়, নায়করাজ রাজ্জাকের একটি আবক্ষমূর্তি এফডিসির প্রবেশ মুখে থাকা দরকার।’

Bootstrap Image Preview