Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টিভি ধারাবাহিকে ‘বেদের মেয়ে জোসনা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে ‘বেদের মেয়ে জোসনা’। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটির সিনেমাটি।

বাংলাদেশে সিনেমাটি তুমুল আলোচিত হওয়ার পর পশ্চিবঙ্গে ‘বেদের মেয়ে জোসনা’ নির্মাণ করা হয়। সেখানে নায়িকা হিসেবে অঞ্জু ঘোষ থাকলেও নায়ক হিসেবে ছিলেন টালিউডের শক্তিমান অভিনেতা চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গের দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছিলেন। সেখানেও সিনেমাটি আয়ের দিক দিয়ে শীর্ষস্থানে ছিলো দীর্ঘদিন। যার রেশ এখনো রয়ে গেছে।

সেই ‘বেদের মেয়ে জোসনা’ আবারও দর্শকমহলে আসছে। তবে প্রেক্ষাগৃহের মাধ্যমে নয়, ছোট পর্দার ধারাবাহিক নাটকের মাধ্যমে। কলকাতার সান বাংলা চ্যানেলে পুরোনো সেই গল্প, নতুনভাবে দর্শকদের দেখাতে এটি নির্মাণ করা হচ্ছে।

সান বাংলার সাতটি নতুন ধারাবাহিকের মধ্যে একটি ‘বেদের মেয়ে জোসনা’। এতে প্রধান ভূমিকায় দেখা যাবে রবি শ এবং স্নেহা দাসকে। টেলিভিশিনের নিয়মিত দর্শকরা এতদিন ধরে রবিকে চেনেন রাধার ধারাবাহিকের কল্যাণে। সামনে হয়তো পরিচিত হবেন ‘বেদের মেয়ে জোসনা’ হিসেবে।

Bootstrap Image Preview