Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এফডিসিতে চলছে পরিচালক সমিতির নির্বাচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:১৭ PM আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলচ্ছে। ২০১৯-২০২০ সালের মেয়াদের নির্বাচনে এবার ১৯টি পদের বিপরীতে চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪২ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৬২ জন।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের পরিচালক সমিতির নির্বাচন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন। তারা হচ্ছেন গতবারের নির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও গুণী পরিচালক বাদল খন্দকার।

গুলজারের প্যানেলে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের নির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন। বাদল খন্দকারের প্যানেলে একই পদে লড়বেন বজলুর রশীদ চৌধুরী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক সাফি উদ্দিন সাফি।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীরা এফডিসিতে উপস্থিত হতে থাকেন। পরিচালকদের এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে মিলন মেলার তৈরি হয়েছে। 

এবারের নির্বাচনে জয়ী প্রার্থীরা সবাই এক হয়ে চলচ্চিত্রের বর্তমান সংকট নির্বাচনে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ ভোটারদের।

Bootstrap Image Preview