Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সঞ্চালিকার পোশাক নিয়ে কথা বলায় বিতর্কিত মৌসুমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


কলকাতার খ্যাতনামা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। দলীয় অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক নিয়ে প্রশ্ন তুলে রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।

জানা গেছে, গুজরাটের সুরাতের একটি হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দেন মৌসুমী। সেই অনুষ্ঠানে যিনি সঞ্চালিকা ছিলেন তাঁর পরনে ছিল শার্ট ও স্কিন টাইট প্যান্ট। সেই সঞ্চালিকাই সংবাদমাধ্যমের সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়ের আলাপ করিয়ে দেন।

সেসময় মৌসুমী চট্টোপাধ্যায় ওই সঞ্চালিকার উদ্দেশ্যে বলেন, ‘আপনি যে পোশাক পরে এসেছেন, সেই পোশাক ঠিকঠাক নয়। আপনার উচিত ছিল শাড়ি কিংবা কুর্তা-চুরিদার পড়া।’

তিনি আরো বলেন, ‘আমি তোমায় এসব কথা বলছি, কারণ তোমার থেকে আমি অনেক বড়। আমি আমার মেয়েকেও বাইরের কোন অনুষ্ঠানে এধরনের পোশাক পরতে অনুমতি দিতাম না। তোমার উচিত ছিল বাঙালিদের মতো শাড়ি পরে আসা।’

Bootstrap Image Preview