Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পাঠশালা’ এবার আপনার ঘরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:২৮ PM আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


দশ বছরের শিশু মানিক। জীবনের কঠিন বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তার। জীবিকার তাগিদে চলে আসে ঢাকা। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। সেখানে সারাদিন খুঁটিনাটি কাজ, অমানুষিক পরিশ্রম, তবুও স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না মানিক। তার এই স্বপ্ন পূরণের লড়াইয়ে এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি।

এমনই গল্পে গেলো বছরের ৩০ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছিল ‘পাঠশালা’। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসায় পঞ্চমুখ ছিলো ছবিটি। দেশে মুক্তির আগে বিদেশের মাটিতেও প্রশংসিত হয়েছে ‘পাঠশালা’। এবার টেলিভিশন পর্দায় ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে।

আগামী ২৫ জানুয়ারি রাত ১০ টায় ও ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় দূরন্ত টেলিভিশনে ‘পাঠশালা’র প্রিমিয়ার প্রদর্শিত হবে। মুক্তির পর যারা ছবিটি দেখতে পারেননি তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন।

এ প্রসঙ্গে নির্মাতা ফয়সাল রদ্দি বলেন, ‘শিশুতোষ চলচ্চিত্র হওয়া সত্ত্বেও আমরা অনেক শিশুর কাছেই ছবিটি পৌঁছাতে পারিনি। দূরন্ত টিভির মাধ্যমে সেই অভাব অনেকটা পূরণ হবে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের বাইরে ছবিটির প্রদর্শনী চলবে।’

অকালে স্কুল থেকে ঝরে পরা মানিকের সংখ্যা কম নয়। এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ নির্মাণ করেছেন নির্মাতা জুটি ফয়সাল রদ্দি এবং আসিফ ইসলাম। সারাদেশের সকল মানিকের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে ‘পাঠশালা’। রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় ছবিটির মূল শ্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’।

Bootstrap Image Preview