Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি ২০ আসনে দাঁড়ালে সব আসনেই পাস করবোঃ ফারুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির হয়ে লড়তে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ফারুক।কিন্তু সেই আসনে প্রার্থী আরও দুজন।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়ম মেনে সেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারুক। এরপর জানা গেল, একই আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদও নির্বাচন করবেন।

শুধু তাই নয়, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই আসনে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত নায়ক ফারুক ও আবদুল কাদের খান বাদ পড়তে পারেন। এই আসন থেকে লড়বেন জাপা চেয়ারম্যান।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফারুক বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। এখন আমাকে নিয়ে নানান কথাই হবে, তা না হলে ফারুক কেন! আমাকে স্যাবোটেজ করার জন্য পাঁচ-ছয় লাখ লোক আমার পিছনে থাকবে, এটাই স্বাভাবিক।’

ফারুক আরও বলেন, ‘বাংলাদেশে যত লোক আমারে ভালোবাসে, আমি যদি ২০টা আসনে দাঁড়াই, তাহলে ২০টা আসনেই পাস করব। মানুষ যে আমাকে এত ভালোবাসে, আমি এর আগে এতটা টের পাইনি।’

শুরুতে গাজীপুর-৫ থেকে মনোনয়ন চেয়েছিলেন ফারুক। পরে ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ফারুক বলেন, ‘আমি শুরু থেকে বলেছি, সারা দেশের মানুষ আমাকে ভালোবাসে। আমি দেশের যেকোনো প্রান্ত থেকে লড়ার যোগ্যতা রাখি। আমার ধারণা, দল এবং সভানেত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছেন, আমাকে ঢাকা-১৭ থেকে মনোনয়ন দেওয়া হোক। নেত্রীর এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি।’

নির্বাচনে ফারুক হাসিমুখে ফিরবেন কি না সেটা ৩০ ডিসেম্বরের পরেই জানা যাবে।

 

Bootstrap Image Preview