Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজের সিনেমা দেখে কেঁদেছেন সিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০২:৪২ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০২:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকার বলাকা প্রেক্ষাগৃহে শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালের প্রদর্শনীতে নিজের অভিনীত ‘দহন’ ছবিতে নিজের অভিনয় দেখে কেঁদেছেন সিয়াম।মধ্যাহ্নবিরতি পর্যন্ত দর্শকের সঙ্গে হাসি-আনন্দে ছবিটি উপভোগ করেন ছবির নায়ক সিয়াম ও নায়িকা পূজা।ছবি শেষে যখন পর্দায় কলাকুশলীদের নাম দেখানো হচ্ছিল, তখন কাঁদছিলেন ছবির নায়ক সিয়াম।

পাশে থাকা নায়িকা পূজা তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে যান। নায়কের বাম পাশে বসেছিলেন পরিচালক রায়হান রাফি। তিনিও এগিয়ে এলেন। সিয়ামকে জড়িয়ে ধরে বললেন, ‘অসাধারণ অভিনয় করেছ। এবার কান্না থামাও।’ পরিচালকের এমন কথায়, আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন নায়ক।

‘দহন’ ছবির শুটিংয়ের সময় নাকি সিয়াম ভেবেছিলেন, এটাই হয়তো তাঁর জীবনের শেষ ছবি। সেভাবেই মনপ্রাণ উজাড় করে কাজ করেছেন। সিয়াম বলেন, ‘জানি না, এই জীবনে কয়টা সিনেমা করতে পারব। ভেবেছিলাম, “দহন”ই হয়তো আমার শেষ ছবি। তুলার মতো একজন যুবকের চরিত্র আর পাব কি না, জানি না। যতটা সম্পৃক্ত থাকার, তার চেয়ে বেশি থাকার চেষ্টা করেছি। কারণ আমার সময়ের অভাব ছিল না, আগ্রহের কমতি ছিল না। আজ যখন ছবিটি দেখে সবাই হেসেছেন, কেঁদেছেন; তখন মনে হয়েছে পরিশ্রম কিছুটা হলেও সার্থক।’

সিয়াম আরও বলেন, ‘ এ বছর একটা বড় সময় “দহন” ছবির টিমের সঙ্গে কেটেছে। ছবিতে আমার সম্পৃক্ততা ছিল অনেক বেশি। আমার প্রথম ছবি “পোড়ামন ২” তে এতটা সম্পৃক্ত ছিলাম না, যতটা ছিলাম “দহন”-এ। বলতে গেলে, সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছি আমি।’

শুক্রবার সকালের প্রদর্শনীতে ঢাকার বলাকা প্রেক্ষাগৃহে সিয়ামের সাথে আরও হাজির হন, পূজা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জাহিদ হোসেন শোভন, শিমুল খান এবং ছবিটির প্রযোজক আবদুল আজিজসহ আরও অনেকে।

 

Bootstrap Image Preview