Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শায়লা কি ‘অশ্লীল সিনেমার ট্রেড মার্ক’?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


চিত্রনায়িকা শায়লা জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছেন। তবে শায়লার এই মনোয়ন প্রাপ্তি নিয়ে সিনেমা পাড়ায় অস্বস্তির সৃষ্টি হয়েছে। আলোচনা-সমালোচনা উঠে এসেছে শায়লার অভিনীত সিনেমা গুলো নিয়ে। তিনি যেসকল সিনেমায় অভিনয় করেছেন সেগুলো প্রশ্নবিদ্ধ বলেও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন। তবে শায়লার মনোনয়ন প্রাপ্তিতে কেউ কেউ খুশিও হয়েছেন।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন শায়লা। শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত শায়লাকে নিয়ে হইচই। শায়লার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিয়ে ট্রল করছেন অনেকে, কেউবা আবার বিষয়টি দেখছেন ইতিবাচক ভাবেই। কিন্তু কে এই শায়লা? তাকে নিয়ে কেনো সোশাল মিডিয়া এতো সরব?

শূন্য দশকের শুরুতেই বাংলা চলচ্চিত্রে আগমন হয়েছিল চিত্রনায়িকা শায়লার। ওই সময়ে নষ্ট মেয়ে, ওরা কারা, ফুটপাতের শাহেনশাহ, নষ্টা মেয়ে, জ্বলন্ত নারী, ধর, মফিজ, তেজী মেয়ে, যৌথ হামলা ইত্যাদি ছবিগুলোতে কাজ করে আলোচনায় আসেন তিনি। আর এই চলচ্চিত্রগুলোকে অনেকেই ‘অশ্লীল সিনেমার ট্রেড মার্ক’ বলছেন! বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তির পর সোশাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চায় মেতে উঠার এটাই সবচেয়ে বড় কারণ!

তবে শায়লার ঘনিষ্ঠজন বলছেন, চলচ্চিত্রে যখন পুরোপুরি অশ্লীলতা প্রবেশ করছে এমন সময় থেকেই ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। এরপরেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। শায়লা বর্তমানে জাতীয়তাবাদী দল সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

শায়লার নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন)। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শায়লা। এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছেন শাহরিয়ার ইসলাম শায়লা।

ঢাকায় বেড়ে উঠলেও নিজ এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখা গেছে তার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন তিনি।

বিএনপি থেকে মনোনয়ন পেয়ে শায়লা বলেন, এবার সারা দেশে ধানের শীষের জোয়ার। জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের জন্য আমি ইতোমধ্যে এলাকায় অনেক কাজ করেছি। তারা আমাকে অবশ্যই ভোট দেবেন।

গত বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় শায়লা। ঢাকায় বেড়ে উঠলেও এ সময়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখা গেছে তার। বিএনপির সক্রিয় কর্মী তিনি। তবে শেষ পর্যন্ত ফরিদপুর-৪ আসন থেকে শায়লাকেই বিএনপি মনোনয়ন দেয় কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কারণ সেই আসন থেকে বিকল্প হিসেবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview