Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমাকে দেখতে নাকি খুব কিউট লাগছিলঃ পূর্ণিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ PM আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ টেলিভিশনে ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে ১৯৯৩ সালে প্রথম অংশ নিয়েছিলাম। অনুষ্ঠানটিতে ছিল পাপেট মিঠু আর মন্টি। অনুষ্ঠানটি ছিল খুবই মজার। প্রথম দিন মাকে সঙ্গে করে রামপুরার বিটিভি ভবনে গিয়েছিলাম। সেখানে তখন গান শেখাতেন ফেরদৌসী রহমান। গান রেকর্ডের পর প্রতি শুক্রবার একটি করে পর্ব প্রচারিত করা হতো। আর সেদিন যখন অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলাম, সেই সময় ক্যামেরা কোথায় ছিল, সেটা দেখতে কেমন,এসব কিছুই জানা ছিল না। আমরা সবাই অনেক বাচ্চা টুলে বসে ফেরদৌসী আপার সঙ্গে গান করছি এটাই ছিল তখন সবচেয়ে বড় ব্যাপার।

প্রথম দিন আমরা শিখেছিলাম ‘ধানের দেশ,গানের দেশ’ এই দুটি গান। এরপর অনুষ্ঠানটি শেষে যখন জানতে পারি যে, পরের শুক্রবার এটি দেখানো হবে তখন ভাবছিলাম, যে অনুষ্ঠানটি এতদিন নিজে টেলিভিশনে দেখে আসছিলাম,আজ সেই অনুষ্ঠানে আমাকে দেখানো হবে! এটা ভেবেই আমার আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না।

তখন আমারা একটা কোয়ার্টারে ছয়টা পরিবার এক সঙ্গে থাকতাম। সেই শুক্রবারে ঐ অনুষ্ঠানটি শুরুর এক ঘণ্টা আগেই বিল্ডিংয়ের সব ফ্লোরে গিয়ে আমার সব বন্ধুদের ডেকে নিয়ে আসি আমাদের বাসায়। এরপর সবাই একসঙ্গে বসে অনুষ্ঠানটি দেখেছিলাম। সে সময় নিজেকে দেখার পর অনেক লজ্জা পাচ্ছিলাম। আর মা বলেছিলেন, টেলিভিশনে নাকি আমাকে দেখতে খুব কিউট লাগছিল।

 

 

Bootstrap Image Preview