Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরির দায়ে অভিযুক্ত সাবিলা নূর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চুরির দায়ে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে পুলিশ গ্রেফতার করেছে। অবস্থা বেগতিক দেখে প্রেমিক অভিককে ফোন দেয় সাবিলা । পুলিশের ওসি এ সময় পরামর্শ দেয় তার প্রেমিকাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে।

সম্প্রতি দীপু হাজরার পরিচালনায় ‘দূরত্বের নাম অভিমান’ নামে একটি খণ্ডনাটকে সাবিলা নূরকে এমনই একটি চরিত্র অভিনয় করতে দেখা গেছে।

এখানে রিংকি চরিত্রে সাবিলা নূর এবং অভিক চরিত্রে মনোজ প্রামাণিক অভিনয় করেছেন। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, সাবিলা নূর, মনোজ প্রামাণিক , রিমি করিম, আসিফ নজরুল, মিলি মুন্সী, বৈশাখী গৌরি, মোহনা প্রমুখ।

‘দূরত্বের নাম অভিমান’ এর গল্পে দেখা যাবে,‘ক্লিপটোম্যানিয়া রোগে আক্রান্ত রিংকি। প্রায় সে ছোটখাটো জিনিস চুরি করে। যা নেহাতই অপ্রয়োজনীয়। কখনো কখনো সেসব ব্যবহারও করে না। ফেলে দেয়। একদিন প্রসাধনী সামগ্রীর এক অভিজাত দোকানে সে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এরপর ঘটনা গড়ায় থানা পর্যন্ত। অবস্থা বেগতিক দেখে প্রেমিক অভিককে ফোন দেয় রিংকি। পরে সে আসে। বিষয়টি মধ্যস্ততা করে। পুলিশের ওসি এ সময় অভিককে পরামর্শ দেয় তার প্রেমিকাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে।’

এতে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘আসলে গল্পের জন্য বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। এ নাটকের গল্পটি আমার পছন্দের। এতে চোরের চরিত্র অভিনয় করতে গিয়ে বেশ উপভোগ করেছি। আশা করি দর্শকদের পছন্দ হবে’।

উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং করেছেন বলে জানান পরিচালক দিপু হাজরা। নাটকটি নিয়ে আশাবাদী বলে জানান তিনি। দিপু বলেন, ‘খুব  যত্ন নিয়ে এটি  নির্মাণ করেছি। ভিন্নরকম গল্প। শুধু এটুকু বলতে পারি,দর্শক ভালো একটি নাটক দেখতে পাবেন।’

গ্রামীণ ফোন নিবেদিত  নাটকটি শিগগির জিটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক দীপু হাজরা। নাটকটি গাজী টিভিতে ২৯ নভেম্বর প্রচার করা হবে বলে নির্মাতা জানান।

Bootstrap Image Preview