Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অ্যাঞ্জেলিনা জোলির উপর বিবিসির ভার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার তিনি সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেডিওর অতিথি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

জানা যায়, বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসব সূচি। এরই অংশ হিসেবে এর সম্পাদকের চেয়ারে জোলিকে বসানো হচ্ছে। বিবিসির রেডিও ও সঙ্গীত বিভাগের পরিচালক বব শেনান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে জোলি নিজেও উচ্ছ্বসিত। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাস্তব সমাধান খুঁজতে বিবিসির দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমন্ত্রণ জানাবেন কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে। এরই মধ্যে অনুষ্ঠানটির জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছেন জোলি। ‘টুডে’ অনুষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি।

আগামী ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলিনা জোলি। বিশেষ দিনগুলোতে অতিথি সম্পাদক হিসেবে বিভিন্ন অঙ্গনের তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসির রেডিও ফোর।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিসি রেডিওর উৎসব। চলবে ১ জানুয়ারি পর্যন্ত।

Bootstrap Image Preview