Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুরনো মামলা নিয়ে বিপাকে অক্ষয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


তিন বছরের পুরনো মামলা নিয়ে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ২০১৫ সালে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। গত বুধবার (২১ নভেম্বর) সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিলো এই অভিনেতাকে।

জানা যায়, চণ্ডিগড়ে সিটের আদালত গঠিত বিশেষ তদন্তকারী দলের কাছে হাজিরা দিয়েছেন অক্ষয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই জিজ্ঞাসাবাদে নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ বলে দাবি করেছেন তিনি।

অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ ছিলো, ২০১৫ সালে জুহুতে তার নিজের ফ্ল্যাটে ধর্ষক বাবা রাম রহিমের সঙ্গে সে সময়ের পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সাক্ষাত্ করিয়ে দেন এই বলিউড তারকা। সেই বৈঠকের পর পাঞ্জাবে মুক্তি পায় ধর্ষক রাম রহিমের বিতর্কিত কিছু ছবি। যে ছবিতে শিখ ধর্মগ্রন্থ ‘গ্রন্থ সাহেব’ কে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে। এরপর থেকে অশান্তি ছড়িয়ে পড়ে গোটা পাঞ্জাবে।

এ মামলায় পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকেও ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। তবে সাবেক বিচারপতি রনজিত্ সিংয়ের নেতৃত্বে গঠিত কমিটি খিলাড়ি অভিনেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই অক্ষয় কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এক টুইট বার্তায় অক্ষয় জানান, সুখবীর বাদলের সঙ্গে রাম রহিমের যে সময় দেখা করিয়ে দেয়ার অভিযোগটি রয়েছে সে সময় রাম রহিম জুহুতে ছিলেন এটা তিনি শুনেছেন। কিন্তু কখনই এই বিতর্কিত ধর্মগুরুর সঙ্গে তার দেখা হয়নি।

এছাড়াও তিনি শিখ ভাবাবেগে আঘাত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন নিষ্ঠাবান শিখ। আমার একাধিক ছবিতে সবসময় আমি শিখ সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে এসেছি। আমি তাদের সংস্কৃতিকে  সবসময় সম্মান করি।’

Bootstrap Image Preview