Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাদি হলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৮ PM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো দাদি হয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। তার ছেলে মেহেদী খান কন্যা সন্তানের বাবা হয়েছেন। নাতনির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মমতাজ।

এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দাদি। সবাই দোয়া করবেন।’

সোমবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান সন্তানের জন্ম দেন। বর্তমানে চৈতি দেওয়ান ও তার সন্তান সুস্থ আছেন।

এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মমতাজ। শত ব্যস্ততার মাঝেও নাতনি হওয়ার খবরে হাসপাতালে ছুটে যান তিনি। হাসপাতালে নাতনির মুখ দেখেই ছুটে যান মানিকগঞ্জে তার নির্বাচনী এলাকায়। নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

প্রসঙ্গত, মমতাজের গুরু ‘মাতাল কবি’ রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। পরিবারে নতুন সদস্যের আগমনে বেশ খুশি এই দম্পতি।

Bootstrap Image Preview