Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  এমপি (মেম্বার অব পার্লামেন্ট) পদে নির্বাচনে অংশ নেবেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন গুঞ্জন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যান ফেরদৌস। সেখানে সরকারি অতিথি হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এই সফরকে কেন্দ্র করেই ছড়িয়েছে ফেরদৌসের নির্বাচনে আসার খবর।

তাদের মতে, আসছে নির্বাচনে ফেরদৌসকে যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। তিনি ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। এরই মধ্যে আওয়ামী লীগের উপর মহল থেকে গ্রিন সিগন্যালও পেয়েছেন ফেরদৌস।

আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সবুজসংকেত সম্পর্কে ফেরদৌস বলেন, ‘সবই এখনো প্রক্রিয়াধীন। চূড়ান্ত কিছু হয়নি। যা পেয়েছি তাকে গ্রিন সিগন্যাল বলে কি না, আমি জানি না। তবে একটা ক্ষুদ্র সম্ভাবনা দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে পারব।’

ফেরদৌস বলেন, ‘আসলে এখনো তো কিছু চূড়ান্ত হয়নি। আগে বিষয়টি চূড়ান্ত হোক, তারপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। নির্বাচন তো আর গোপনে করা যায় না।’

জানা গেছে, নায়ক ফেরদৌসের জন্ম কুমিল্লার তিতাশ উপজেলায়। তবে তিনি নির্বাচনে লড়বেন যশোর-৩ সদর আসন থেকে। যশোর সদরের ঘোপে ফেরদৌসের শ্বশুরবাড়ি। তার স্ত্রী তানিয়া ফেরদৌসের বাবা মরহুম আলী রেজা রাজু ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি সাংসদও ছিলেন ওই আসনের। তার পরিবর্তেই ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, নায়ক ফেরদৌসের পুরো নাম ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করেই জড়িয়ে পড়িয়েছিলেন মডেলিংয়ে। সেই সূত্রেই প্রবেশ করেন চলচ্চিত্রে।

ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভেতর আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করলেও প্রথম একক নায়ক হিসেবে ফেরদৌসের যাত্রা শুরু হয় অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রে অভিনয়ে দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বলিউডের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ফেরদৌস, ছবির নাম ‘মিট্টি’। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অনেক পুরস্কার তিনি পেয়েছেন।

অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও ফেরদৌস বর্তমানে ছবি প্রযোজনা করছেন। তাঁর প্রতিষ্ঠান ‘সিনেমা স্কোপ’-এর প্রযোজনায় দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর একটি ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘এক কাপ চা’ এবং অন্যটি বাসু চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ সেদিন’। বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রে অভিনয় করে কলকাতায় জনপ্রিয়তা পান ফেরদৌস।

Bootstrap Image Preview