Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কে এই সেরা সুন্দরী?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১২:০০ PM আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview


মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮র মুকুট জিতেছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। সেরা হিসেবে তার নাম ঘোষণার পরই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে এই ঐশী?

মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঐশী এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন ছিলো ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। শুরু করেছিলেন আইএলটিএস কোচিং।

আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন ঐশী। সাদামাটা একটা জীবন। হঠাৎই শুনলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন তিনি। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কৌতূহল মেটাতেই নাম লিখিয়েছিলেন এ প্রতিযোগিতায়। সময়ের স্রোতে বরিশালের পিরোজপুরের মাটিভাঙা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এক নজরে জেনে নিন ঐশীকে-

জন্ম : বরিশালের পিরোজপুরে জন্ম তারিখ : ২৭ আগস্ট বাবা : আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবী মা : আফরোজা হোসনে আরা, স্কুল শিক্ষিকা ভাই-বোন : দুই বোন। বড় বোন শশী শিক্ষা : চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে প্রিয় অভ্যাস : বই পড়া ও গান শোনা প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ প্রিয় বই : হুমায়ূন আহমেদের সব সাহিত্যই ভালো লাগে। হিমু ও মিসির আলী সিরিজের বইগুলো বেশি ভালো লাগে। প্রিয় অভিনেতা : রাজ্জাক, শাকিব খান প্রিয় অভিনেত্রী : শাবানা ও নুসরাত ফারিয়া প্রিয় শিল্পী : মিফতাহ জামান প্রিয় খাবার : ভাত, বাইম মাছ, আলুর যে কোনো তরকারি। প্রিয় রঙ : সবুজ প্রিয় পোশাক : শাড়ি

Bootstrap Image Preview