Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগেই নাড়ীর সম্পর্ক ছিল, এখন নারীর সাথেও সম্পর্ক হয়ে গেল: সৃজিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:২৯ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অনেক জল্পনা-কল্পনা শেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন সৃজিত। তিনি বলেন:

বাংলাদেশের সাথে নাড়ীর সম্পর্ক আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে ও ময়মনসিংহে- আমার মায়ের ও বাবার দিক দিয়ে। এখন বিয়ের মাধ্যমে নারীর সম্পর্কও হয়ে গেল। "ড়" টা (নাড়ী) এখন "র" (নারী) হয়ে গেল। ভালো লাগছে খুব।

বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যপারে সৃজিত বলেন, বাংলাদেশকে আলাদা করে ভাবিনি। সত্যি বলতে সেখানে এত বন্ধু আছেন, আমি যখনই ওখানে যাই এতটাই আপন করে নেন মানুষ, যে 'বাংলাদেশ যে আলাদা দেশ'- এটা কখনই আমার মধ্যে প্রভাব ফেলেনি। আমাদের ভাষাও এক। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই লোকে বাঙাল ভাষায় কথা বলে, যদিও আমি মোহনবাগানের সাপোর্টার (হাসি)। সবকিছু মিলে ওই পরিবেশেই বড় হয়েছি। ভাষা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে শুঁটকি মাছের গন্ধ থেকে শুরু করে সবকিছুর সাথেই ছোটবেলা থেকে পরিচিত।

উল্লেখ্য, সৃজিত মুখার্জির দক্ষিণ কলকাতার বাসায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিয়ের রেজিস্ট্রি করা হয় মিথিলা-সৃজিতের। মায়ের বিয়েতে অতিথি হয়ে কলকাতায় গিয়েছিল তাহসান-মিথিলা কন্যা আইরাও।

Bootstrap Image Preview