Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৬ PM আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এরইমধ্যে ৩ সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরো ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

জানা যায়, অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ মেয়াদি এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত এন্ড্রু কিশোরের চিকিৎসা শুরু হয়। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. লিম সুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে। আরো ৩ সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। তার এ চিকিৎসা আরো প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরইমধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। প্রয়োজন আরও অনেক টাকা। এই অবস্থায় এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। কিংবদন্তি এই শিল্পীর চিকিৎসার জন্য দুই লাখ টাকা দিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এছাড়াও একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহায়তায় আরও ১০ লাখ টাকা প্রদান করেছে।

Bootstrap Image Preview