Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ঈশ্বরের অনুভূতি’ দিয়ে আত্মপ্রকাশ করল ব্যান্ড ফ্যান্টাসি রেল্ম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ PM আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview


পপ ও ইন্ডির নাটকীয় উত্থানের ফলে যখন বেশ কিছু সময় ধরেই দেশের রক সংগীতের দৃশ্যপট যখন নীরব ফ্যান্টাসি রেল্ম তাদের অভিষেক গান 'ঈশ্বরের অনুভূতি' দ্বারা যেন এক প্রকার বার্তাই পৌঁছে দিল – রক মিউজিক এখনো বিলীন হয়ে যাইনি।

ব্যান্ডটির বয়স কেবল ৬ মাসের একটু বেশি। ৬ জন সদস্য নিয়ে গঠিত ব্যান্ডটি। সংগীত পিপাসু এই ৬ যুবকের একটাই ধ্যানজ্ঞান শ্রোতাদের কানে অবিরত আশীর্বাদস্বরূপ গান প্রদান করা।

প্রথমে তাদের ভোকাল রিফাত আর ড্রামার মুহিত গিটারিস্ট এর খোঁজে একসাথে দিব্যর সাথে যোগাযোগ করে এবং তাকে এই যাত্রায় অন্তর্ভুক্ত করে। কিছুদিনের মধ্যেই বেজ গিটারে যোগ দেয় রিদয় এবং গিটারে তওসিফ। আর পরবর্তী প্রজেক্টের জন্য সাম্প্রতিক যোগদান করে কিবোর্ডিস্ট আরাফাত।

গত ২৫ তারিখ ফ্যান্টাসি রেল্ম তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে 'ঈশ্বরের অনুভূতি' মুক্তি দেয়। সবার প্রত্যাশা ছাপিয়ে ৫ দিনের মধ্যেই প্রায় সাড়ে ৬ হাজারের ও বেশি বার দেখা হয় এই লিরিক ভিডিও টি।

গান টি ফ্রিতে স্ট্রিম করা যাচ্ছে 'GAAN' এবং 'Imagine Radio' এর মতো জনপ্রিয় প্লাটফর্মেও। এর সাথে ফেসবুকে গান সম্পর্কিত বিভিন্ন গ্রুপে এই গান টি বেশ হৈচৈ ফেলে দিয়েছে। আপনি যদি রক মিউজিক এর অনুসারী হয়ে থাকেন, তাহলে এই অসাধারণ ট্র্যাকটি কোনোভাবেই মিস করা যাবে না!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

Bootstrap Image Preview