Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সেন্সরে আটকে গেলো ‘ন ডরাই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৬:০১ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’র বেশ কিছু সংলাপে আপত্তি তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছবির বেশ কিছু সংলাপ অন্য অঞ্চলের মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।

এ প্রসঙ্গে নিজামুল কবীর বলেন, ‘ছবিটির গল্প এবং নির্মাণ চমৎকার। তবে কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পর আবার আমরা দেখব।’

সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’। স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

Bootstrap Image Preview