Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১৩ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি নিয়ে তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ১২:২০ PM আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০১:৩৬ AM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি। তাদের অন্তরঙ্গ হওয়ার বিষয়টি শোবিজ অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে।

ফেসবুক স্ট্যাটাসে ইফতেখার আহমেদ ফাহমি লিখেছেন, ‘হ্যাঁ মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।’

গত সোমবার (৪ নভেম্বর) একটি ফেসবুক গ্রুপ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

মিথিলার একের পর এক বিতর্কিত 'আচরণে' অবাক হয়েছেন ভক্তরাও। মিথিলা 'এমন সব কাণ্ড' করতে পারেন আর সেসব প্রকাশ্যে চলে আসবে তা যেন ভাবতেই পারছেন না নেটিজেনরা। অনেকেই মিথিলা তাহসানের বিচ্ছেদের নেপথ্যে এমনসব কারণ সামনে নিয়ে আসছেন।

সম্প্রতি কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশি অভিনেত্রী রাফায়াত রশিদ মিথিলার ঘনিষ্ঠতা নিয়ে একাধিক খবর সামনে এসেছে । তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন এবং শিগগিরই তারা বিয়ের পিঁড়িতেও বসবেন। এ নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন।

গত মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্য গড়ে ওঠে। তারপর থেকেই এমন গুঞ্জন।সম্প্রতি নেপালের রাজধানী থেকে বহুদূরের শহর নাগরকোটের একটি শপিংমলে দেখা যায় সৃজিত ও মিথিলাকে। সেখানেও তারা একান্ত সময় কাটিয়েছেন কয়েকদিন। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরইমধ্যে প্রকাশ হলো ফাহমির সঙ্গে গোপন সম্পর্কের ছবি। কিন্তু ফাহমির সঙ্গে এমন সম্পর্ক- এরপর ভক্তরা সমীকরণ মেলাতে পারছেন না।

Bootstrap Image Preview