Bootstrap Image Preview
ঢাকা, ৩১ রবিবার, মে ২০২০ | ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ অসুস্থ অমিতাভ বচ্চন, লিভারের ৭৫ শতাংশই অক্ষম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৭:১৪ PM আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সোমবার রাত ২ টার সময় হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করিয়ে শুক্রবার রাত দশটা নাগাদ হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন। জানা গেছে যকৃতের (লিভার) অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অমিতাভ বচ্চন আগেই জানিয়েছিলেন যে তার যকৃতের কেবল ২৫ শতাংশ কাজ করে। ১৯৮৩ সালে ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হয়ে রক্ত​সঞ্চালনের ত্রুটির ফলে বাকি ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার রাতে অমিতাভ বচ্চন তার অসুস্থতার বিষয়ে ব্লগে লিখেছেন, ‘অসুস্থতা এবং চিকিৎসার বিষয়টি গোপন রাখা ব্যক্তিগত অধিকার। এটা ফাঁস করা এবং এটা নিয়ে ব্যবসা করা সামাজিকভাবে অবৈধ। বিষয়টি বুঝে সম্মান করা উচিত। পৃথিবীর সব কিছুই বিক্রির জন্য নয়।’

অমিতাভের অসুস্থতার খবর শুনে দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। অমিতাভ সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview