Bootstrap Image Preview
ঢাকা, ০৫ বুধবার, আগষ্ট ২০২০ | ২১ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সিনেমায় বলিউডের নায়িকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৭ AM আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


ভারতীয় শিল্পী নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ বেড়েছে বাংলাদেশের নির্মাতাদের। কেউ চরিত্রের প্রয়োজনে, কেউবা আবার শুধুই ছবি আলোচনায় রাখতে ভারতীয় শিল্পী কাস্ট করতে চান।

টালিউডের একাধিক তারকা এখন এদেশে এসে কাজ করছেন। এবার বলিউডের একজন অভিনেত্রী ঢালিউডের ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সেই অভিনেত্রীর নাম পূজা চোপড়া।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এক ভিডিও পোস্টে বলেন, বাংলাদেশে আমার ভক্ত এবং দর্শকদের জন্য একটা সুখবর আছে। আর সেটা হলো, আমি একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ছবিটির নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। ছবিটি পরিচালনা করবেন গুণী নির্মাতা সি.বি জামান।

‘ফ্যাশন’, ‘হিরোইন’, ‘কমান্ডো’র মতো ছবিতে অভিনয় করেছেন পূজা চোপড়া। ‘অ্যাডভোকেট সুরাজ’ ছবিটি প্রযোজনা করছে এসএইচকে গ্লোবাল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এসএইচকে গ্লোবাল-এর চেয়ারম্যান শামস হাসান কাদির।

Bootstrap Image Preview