Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমাদের ইন্ডাস্ট্রিতে কয়দিন পরপর ভূতের আক্রমণ হয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
ছবিঃ ওমর ফারুক টিটু


দেশীয় সংগীতের যুবরাজ আসিফ আকবর। নিয়ম করেই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় গানের সাথে মিউজিক ভিডিও জুড়ে দিয়ে দর্শকদের চমক দিতেও দ্বিধা করেননি। তবে তিনি সবসময় চান, মিউজিক ভিডিও যেন গানকে ছাপিয়ে না যায়।

এ প্রসঙ্গে শনিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে নিজের অভিব্যক্তি তুলে ধরেছেন তিনি। বিডিমর্নিং পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

কলকাতার এক পলিটিশিয়ানকে ভুতের ভয় দেখানো হয়েছিলো। তিনি পরদিন থেকে উল্টো জামা পরে অন্ধকারে চলাচল শুরু করলেন। কেউ একজন এর কারণ জিজ্ঞেস করতেই তিনি বললেন, উল্টো জামা পরার কারণে ভুতের বাপসহ কনফিউসড হয়ে ভাববে- লোকটা আসছে নাকি যাচ্ছে!!!

আমাদের ইন্ডাস্ট্রিতে কয়দিন পরপর ভূতের আক্রমণ হয়। গত ঊনিশ বছর ধরে তাই দেখে যাচ্ছি, কয়দিন খুব রমরমা তারপর আবারো সেই গলা শুকানো আর্তনাদ- ব্যবসা নাই। এর মূল কারণ হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অভাব, হুজুগ থেকে বের হতে পারেনি ইন্ডাস্ট্রি।

আমি সবসময় চাইতাম ভিডিও যেন গানকে ছাপিয়ে না যায়, গান সবসময়ের আবেদন নিয়ে থাকবে। বছর চারেক আগে ট্রেন্ড শুরু হলো মিউজিক ভিডিওর, আমিও পড়ে গেলাম এই চক্করে, ভিউয়ের বাজারে আজনবী হয়ে ঘুরলাম আড়াই বছর। দিনরাত একাকার করে খাটলাম, এখন শুনি ব্যবসা নাই। এদিকে ক্লান্তিহীন আমার জীবনের রুটিন গেলো বদলে। ঘুম, শুটিং রেকর্ডিং, শো সব মিলিয়ে লাইফের উপর ব্যাপক টর্চার বয়ে গেলো। আমি পুরো ক্যারিয়ারে স্টেজ শো কম করেছি যেন গলার স্বর এবং সুর ধরে রেখে দীর্ঘদিন রেকর্ডিং করতে পারি। গায়ক মরে যাবে, গান থেকে যাবে ইতিহাস হয়ে। এই ভিউ রোগটা এসে আমাদের গানের বাজেট আকাশচুম্বি করে দিলো। কান আছে নাকি নাই না চেক করেই সবাই দে ছুট দিলো চিলের পিছে, এখন শুনি আবারো প্রযোজকদের গলা শুকিয়ে গেছে- ব্যবসা নাই।

এই ভূতের ভয় থেকে বাঁচার জন্য আমি নভেম্বর থেকে অতীব প্রয়োজন না হলে মিউজিক ভিডিও করবোনা। কিছু গানের ভিডিওর কাজ বাকী, সুস্থ্য হলেই এগুলো শেষ করে টাটা জানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, মাথায় অবশ্যই বিকল্প প্ল্যান রয়েছে বরাবরের মত। প্রচুর টিভি শো করবো, তবে দুই তিন ঘন্টা ব্যাপী না। এক্ষেত্রে টেলিভিশন এবং রেডিও ওয়ালাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। মানুষের সময়ের দাম আছে, সেটা মাথায় না রেখে হিসাবে রাখতে হবে। একটা পুর্নাঙ্গ মিউজিক চ্যানেল যে দেশে নেই, সেই দেশে হাওয়া বদলের চিন্তা শ্রেফ ধান্দা। এগুলোর মধ্যে আমি নাই, বদলাতে থাকা হাওয়াকে কব্জা করে এগিয়ে যাওয়া যোদ্ধা আমি। চামচামি করে নয়, যুদ্ধজয়ী বীরের মত এগিয়ে যাবো সঙ্কোচহীন চিত্তে ইনশাল্লাহ্।

Bootstrap Image Preview