Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, এপ্রিল ২০২০ | ২৩ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

‘আমি ধর্মান্তরিত হইনি, আমার ধর্ম অনুযায়ী চলছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৯ PM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


শাকিব খানকে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপু বিশ্বাস। তার নাম রাখা হয়েছে অপু ইসলাম খান। কাবিননামায় এই নামই লেখা রয়েছে।

এখন অপু কোন ধর্মে আছেন? এ নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। অপু-শাকিবের সন্তান আব্রাম খান জয় কোন ধর্মের পরিচয়ে বড় হবেন তা নিয়েও অনেকের কৌতুহল রয়েছে। বিষয়টি স্পষ্ট করেছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। শাকিব খানের সঙ্গে যখন বিয়ে হয় তখন কাবিননামা একঝলক দেখেছিলাম। তারপর কাবিননামার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমি সেরকম কিছু করিনি।‘

ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমার কখনো ঈদ উদযাপন করা হয়নি। কোরবানির ঈদ থেকে শুরু করে এখনো কোনোদিন গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার লোকদের জন্য খাসি কোরবানির ব্যবস্থা করি। আমি যেহেতু শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এসব কিছু করা হয়নি।’

আব্রাম খান জয়ের ধর্ম কী হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘জয় যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনো ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না, তবে আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলেমানুষি মনে হয়। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রেম বিয়ে নিজের সিদ্ধান্তে করেছিলাম। কিন্তু বিবাহবিচ্ছেদের পর সমস্ত সিদ্ধান্ত আমার পরিবার নিচ্ছে। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমি ধর্মান্তরিত হইনি, তাই আমি আমার ধর্ম অনুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই।’

Bootstrap Image Preview