Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, জানুয়ারী ২০২০ | ৭ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

টিউশনি করে নিজের খরচ জোগান অ্যালেন শুভ্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫ PM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


ছোট পর্দার পরিচিত মুখ অ্যালেন শুভ্র। গ্রাম থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তিনি।টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাড় করতে হয় তাকে।

বিশ্ববিদ্যালয়ে মুন নামে তার একজন খুব ভালো বান্ধবী আছে। শুভ্রর কষ্ট দেখে মুনের মায়া হয়। সে শুভ্রকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুভ্র গরিব হলেও কিছুতেই নিজের আত্মসম্মান বির্সজন দেবে না। মুনও শুভ্রর পিছু ছাড়ে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘টিউশনি’।

মো. ইসরাফিল আলম এমপির ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। বিপু পালের পরিচালনায় নাটকটিতে শুভ্র চরিত্রে অভিনয় করেছে অ্যালেন শুভ্র এবং মুন চরিত্রে হাজির হয়েছেন তাসনুবা তিশা।

পিংক পার্সেপশন প্রযোজিত নাটকটি প্রযোজনা করেছেন দেওয়ান আশরাফ ও জুবায়ের রহমান। রিন নিবেদিত ‘টিউশনি’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জুবায়ের রহমান, প্রতিভা শাওন, মুগ্ধ প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘টিউশনি’।

Bootstrap Image Preview