Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, জানুয়ারী ২০২০ | ৭ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আমিরের সঙ্গে প্রেম করছেন কারিনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ PM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে প্রেম করছেন নবাব পতৌদি কারিনা কাপুর খান। তাদের দুজনেরই সুখের সংসার থাকা সত্ত্বেও কেন এঁকে অপরের প্রেমে পড়লেন সেটি বেশ জল্পনার। তবে তাদের এই প্রেম বাস্তবে নয়, সিনেমায়।

নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে জুটি বেঁধে অভিনয় করবেন আমির-কারিনা। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন কারিনা কাপুর খান। এরইমধ্যে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।

ভারতের মোট ১০০টি জায়গায় অর্থাৎ ভারত জুড়ে লাল সিং চাড্ডার দৃশ্যধারণ করা হবে। এরইমধ্যে পাঞ্জাবে প্রথম অংশের শুটিং শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শুটিংয়ের সেটে যোগ দেবেন কারিনা। এই সিনেমার জন্য আমির খান ২০ কেজি ওজন কমিয়েছেন।

Bootstrap Image Preview