Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, জুলাই ২০২০ | ২২ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

প্রতিবাদী ইরফানের প্রেমে পড়েছেন মায়া

বিডিমর্নিং : বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৮ PM আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৮ PM

bdmorning Image Preview


গ্রামের প্রতিবাদী ছেলে ইরফান সাজ্জাদ। অপরদিকে একই এলাকার চেয়ারম্যানের শ্যালিকা শাহনাজ মায়া। যদিও একই ভার্সিটিতে পড়াশুনা করে দুজনে। তবে ইরফান জানে না মায়া চেয়ারম্যানের শালিকা।

ঘটনাক্রমে চেয়ারম্যানের সঙ্গে বিরোধ বাঁধে ইরফানের। যে কারণে চেয়ারম্যানের বাড়ি আসে সে। সেখানে দেখা হয় মায়ার সঙ্গে। ওই সময় প্রতিবাদী ইরফানকে দেখে প্রেমে পড়ে যায় মায়া। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ভালো ছেলে’ শিরোনামের একক নাটকের দৃশ্যপট।

মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শাহনাজ মায়া। এছাড়াও রয়েছেন সোহেল খান, আজম খান প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

Bootstrap Image Preview