Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হতে চেয়েছিলেন গীতিকার, হয়ে গেলেন অভিনেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৪:৫৭ PM আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মোফাজ্জল হুসেন রনি। বর্তমান টেলিভিশন মিডিয়ার একজন পরিচিত মুখ। জন্ম বেড়ে ওঠা টাঙ্গাইলের মধুপুরে। নাটক ছাড়াও টিভিসিতেও রয়েছে তার পদচারণা। এ পর্যন্ত বেশ কয়েকটি ব্যবসাসফল নাটকে অভিনয় করেছেন তিনি।

নিজের বর্তমান অভিনয় জীবন এবং কাজের অভিজ্ঞতার কথা বিডিমর্নিং আলাপনে জানিয়েছেন ছোটপর্দার এই অভিনেতা। সাক্ষাতে ছিলেন ই এম এস সিকদার-

শোবিজের কাজ শুরু কিভাবে?

মোফাজ্জল হুসেন রনি: আমি শোবিজ অঙ্গনে কাজ শুরু করি ২০১২ সালে। ছাত্রজীবন থেকেই আমি গান লেখালেখি করি। হতে চেয়েছিলাম ভাল একজন গীতিকার। পরবর্তী সময়ে সিদ্দিকুর রহমানের হাত ধরেই মুলত অভিনয় শুরু করি।

আপনার কোন জীবনটাকে বেশি উপভোগ করেন- ব্যক্তি জীবন নাকি অভিনয় জীবন?

মোফাজ্জল হুসেন রনি: আসলে আমি দুই জীবনই উপভোগ করি। তবে প্রথমত ব্যক্তি জীবন, দ্বিতীয়ত অভিনয় জীবন।

আপনার অভিনীত প্রথম কাজ কি?

মোফাজ্জল হুসেন রনি: আমার অভিনীত প্রথম নাটক হলো, হাত বদল। এটি পরিচালনা করেছে আদিবাসী মিজান।এতে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমের সাথে অভিনয় করেছিলাম। ওই দিনটা আমার জন্য অনেক আনন্দের ছিল।

আপনার ভাল লাগার কাজগুলো কী কী?

মোফাজ্জল হুসেন রনি: আসলে আমার করা সব কাজই আমার কাছে ভাল লাগে।তবে সিদ্দিকুর রহমানের বৈশাখের ভালবাসা, মেইডইন ফরেন। মোস্তফা কামাল রাজ এর বিবাহিত ব্যাচেলর। জয় সরকারের ডিজে প্রডিউসার। নয়ন মিল্টনের বিশ্ব ফাজিল। আর ধারাবাহিক সিদ্দিকুর রহমানের গফুরের বিয়ে।

অবসর সময়ে কি করতে ভাল লাগে? 

মোফাজ্জল হুসেন রনি: অবসরে গান লিখি ও গান করি।

অভিনয়ের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেন?

মোফাজ্জল হুসেন রনি: আমাকে যখন কোনো নির্মাতা কাজের জন্য নির্বাচন করেন, তখন আমি আগে থেকে নাটকের স্ক্রিপ্টটা চেয়ে নিই এবং সে অনুযায়ী চরিত্র নিয়ে নিজের ভাবনা থেকেই নিজেকে প্রস্তুত করি।

ছোট পর্দায় কি নিজেকে সীমাবদ্ধ রাখবেন নাকি বড় পর্দায়ও কাজ করতে চান?

মোফাজ্জল হুসেন রনি: আমি মনে করি প্রত্যেক অভিনয় শিল্পীই বড় পর্দায় অভিনয় করার স্বপ্ন দেখে। আমিও তাদের ব্যতিক্রম না। যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে ভবিষ্যতে বড় পর্দায় দেখতেও পারেন।

অভিনয় করতে এসে নিজের স্বপ্নকে কি ছুঁতে পেরেছেন?

মোফাজ্জল হুসেন রনি: আমার অভিনীত সিঙ্গেল নাটকের সংখ্যা সব মিলিয়ে প্রায় ১১০-১১৫। আর ধারাবাহিক ১৫টি। এর মধ্যে থেকে হয়তো হাতে গোনা ১০টি রয়েছে আমার পছন্দের কাজের তালিকায়। অভিনয় তো আর আমার বেশি সময় হয়নি। সে হিসেবে ছুঁয়ে যাওয়ার মতো তেমন কোনো কাজ আমার না থাকলেও আশা করি ভবিষ্যতে ভালো কাজ হবে।

কার কার অভিনয় ভালো লাগে?

মোফাজ্জল হুসেন রনি: চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের অভিনয় আমার কাছে ভালো লাগে। এছাড়া আফরান নিশু ও মেহজাবিনের অভিনয় ভালো লাগে।

আইডল হিসেবে কাকে দেখেন?

মোফাজ্জল হুসেন রনি: সিদ্দিকুর রহমানকে আইডল হিসেবে দেখি।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মোফাজ্জল হুসেন রনি: ভবিষ্যতে তেমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলেও এতটুকু বলতে পারি, যতদিন বেঁচে আছি মিডিয়ার সঙ্গেই কাজ করে যেতে চাই।

এতক্ষণ সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মোফাজ্জল হুসেন রনি: আপনাকেও ধন্যবাদ।

Bootstrap Image Preview